রবিউল ইসলাম, গাইবান্ধা : গাইবান্ধার পলাশবাড়ীর দুইটি ইউনিয়নের “গ্রামীণ মাটির রাস্তাসমূহ টেকসই করণের লক্ষ্যে হেরিং বোন বন্ড (এইচবিবি করণ (২য় পর্যায়)” এইচবিবি করণের দুইটি রাস্তার কাজের শুভ উদ্বোধন করেন গাইবান্ধা-৩ (পলাশবাড়ী-সাদুল্লাপুর) আসনের জাতীয় সংসদ সদস্য বাংলাদেশ কৃষকলীগ সাধারণ সম্পাদক এ্যাড. উম্মে কুলসুম স্মৃতি। 

দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে ২৪ মে সকালে পলাশবাড়ী উপজেলার ৫নং মহদীপুর ইউনিয়নের জালাগাড়ী দূর্গাপুর বেলের তল হতে মিঠুর বাড়ী পর্যন্ত প্রাক্কলিত মূল্য ৫৯ লাখ ৩৭ হাজার ৭’শ টাকা ব্যয়ে ৫০০ মি. গ্রামীণ রাস্তা এইচবিবি করণ এবং ৪নং বরিশাল ইউনিয়নের ভবানীপুর পাকা রাস্তার জুয়েলের দোকান হতে বরিশাল হাইস্কুল বটগাছ পর্যন্ত ৫৯ লাখ ৩৭ হাজার ৭’শ টাকা ব্যয়ে ৫০০ মি. এইচবিবি করণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পলাশবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ, উপজেলা নির্বাহী অফিসার কামরুজ্জামান নয়ন, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম মন্ডল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (অঃদাঃ) রেজাউল করিম, উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি আবু বক্কর প্রধান, ৪নং বরিশাল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম, আওয়ামীলীগ নেতা সাবেক ভিপি রফিকুল ইসলাম, সাবেক উপজেলা শ্রমিকলীগ সাধারণ সম্পাদক মাহামুদুজ্জামান প্রান্ত প্রমূখ।

(আর/এসপি/মে ২৪, ২০২২)