চপল রায়, ভোলা : ভোলার তজুমদ্দিনে জেণ্ডার ভিত্তিক সহিংসতা মোকাবিলায় ও সরকারি প্রতিষ্ঠান শক্তিশালীকরনের অংশ হিসেবে শিখন বিনিময় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকালে চন্দ্রদ্বীপ ডেভেলপমেন্ট সোসাইটির আয়োজনে উপজেলা মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। 

সুইডিশ দূতাবাসের আর্থিক সহযোগিতা ও মানুষের জন্য ফাউন্ডেশনের উদ্যোগে এ কর্মশালায় সভাপতিত্ব করেন পরিচালক জাহানারা বেগম। প্রকল্প সমন্বয়কারী বাসুদেব গুহর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মরিয়ম বেগম, ভাইস চেয়ারম্যান মহিউদ্দিন পোদ্দার, মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনূর বেগম শিলা, ইউপি চেয়ারম্যান একেএম সহিদুল্যাহ কিরণ, ইউপি চেয়ারম্যান আবু তাহের, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সেলিম রেজা, মহিলা বিষয়ক কর্মকর্তা রমেন বিশ্বাস, তজুমদ্দিন মডেল প্রেসক্লাবের সভাপতি চপল রায় সহ অনেকেই।

(সিআর/এসপি/মে ২৫, ২০২২)