রায়পুর প্রতিনিধি : লক্ষ্মীপুরের রায়পুরে বজ্রপাতে মফিজ উল্লাহ মানিক (৫৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। উপজেলার কেরোয়া ইউনিয়নের দক্ষিণ কেরোয়া গ্রামে গত মঙ্গলবার রাত সাড়ে ১১টার সময় এ ঘটনা ঘটে। 

আজ বুধবার (২৫ মে) সকালে তাঁদের পারিবারিক কবরস্থানে দরদেহ দাফন করা হয়েছে। তিনি ওই গ্রামের বশির উল্যা পন্ডিত বাড়ির মৃত আমির আলীর ছেলে। তাঁর স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে রয়েছে।

পুলিশ ও পরিবারের লোকজন জানায়, বৃষ্টি হলেই রাতে টেটা দিয়ে মাছ শিকার করেন মানিক। মঙ্গলবার রাতে বৃষ্টি হলে তিনি মাছ শিকারে বের হন। ওই সময় নিজ বাড়ির পাশে লাল মসজিদ সংলগ্ন খাল পাড়ে বজ্রপাতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক রুমা আক্তার জানান, মৃত অবস্থায় তাঁকে হাসপাতালে আনা হয়।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) আব্দুল কুদ্দুস জানান, মরদেহ উদ্ধারের পর পরিবারের আবেদনের ভিত্তিতে তাঁদেরকে দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

(পিআর/এসপি/মে ২৫, ২০২২)