মোঃ সিরাজ আল মাসুদ, টাঙ্গাইল : টাঙ্গাইলের গোপালপুর উপজেলায় শিক্ষকের আঘাতে নবম শ্রেণির এক ছাত্রী আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

গতকাল মঙ্গলবার গোপালপুর পৌরসভার সূতি ভিএম মডেল উচ্চবিদ্যালয়ে এ ঘটনা ঘটে। ওই ছাত্রীর সহপাঠীদের সূত্রে জানা গেছে, নবম শ্রেণির ওই ছাত্রী ভুলে ক্লাসে সাধারণ গণিতের পরিবর্তে উচ্চতর গণিত বই নিয়ে যাওয়ায় শিক্ষক রফিকুল ইসলাম প্রথমে তাকে বকাঝকা এবং একপর্যায়ে বই দিয়ে মাথায় আঘাত করেন। এরপর তাকে ক্লাসে আধঘণ্টা দাঁড় করিয়ে রাখা হয়। পরে ওই ছাত্রী জ্ঞান হারিয়ে ফেললে তাকে গোপালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

হাসপাতালের মেডিকেল অফিসার বলেন, 'আঘাতের কারণে ওই ছাত্রীর মাথার একপাশে ফোলা জখম হয়েছে।'

ওই ছাত্রীর বাবা মেহেদী হাসান জানান, ভুল যাই করে থাকুক, ওই শিক্ষক তার মেয়েকে এভাবে আঘাত করতে পারেন না। তিনি এজন্য অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতিকুর রহমান বলেন, 'ঘটনাটি অনাকাঙ্ক্ষিত। অভিযুক্ত শিক্ষক রফিকুল ইসলামকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।'

ঘটনার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পারভেজ মল্লিক হাসপাতালে ওই ছাত্রীকে দেখতে যান এবং অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

তবে গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন বলেন, 'এ ঘটনায় থানায় এখনো কেউ কোনো অভিযোগ দায়ের করেননি।'

(এসএম/এসপি/মে ২৫, ২০২২)