নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি : ‘শিক্ষা, পুষ্টি নিশ্চিত করি, শিশু বিয়ে বন্ধ করি’ এ প্রতিপাদ্যকে  সামনে রেখে মঙ্গলবার  ময়মনসিংহের নান্দাইলে  জাতীয় কন্যাশিশু দিবস উদযাপিত হয়েছে।

এ উপলক্ষে দি হাঙ্গার প্রজেক্ট - বাংলাদেশ এর সহযোগিতায় নান্দাইল উপজেলা প্রশাসন ও জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসী ফোরাম নান্দাইল উপজেলা শাখার আয়োজনে একটি বর্ণাঢ্য শোভযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের সড়কগুলো প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে এসে শেষ হয়। এতে শিক্ষক, শিক্ষার্থি, জনপ্রতিনিধিসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।


সেখানে অনুষ্ঠিত এক সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. ইমদাদুল হক, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সাধন গুহ মজুমদার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. ফারুক হোসেন, উপজেলা মহিলা পরিষদের সভানেত্রী বাবলী দাস, প্রেসক্লাব সভাপতি হান্নান মাহমুদ ও ইসলামিক ফাউন্ডেশনের উপজেলা ফিল্ড অফিসার মো. রিয়াজুল কবীর ও টিএইচপিবি র ভলান্টিয়ার ট্রেইনার হাফিজুল করিম প্রমুখ। সমাবেশটি পরিচালনা করেন কন্যাশিশু এডভোকেসী ফোরামের উপদেষ্টা অধ্যাপক অরবিন্দ পাল অখিল।

(এপি/এএস/সেপ্টেম্বর ৩০, ২০১৪)