এম এ হীরা, গোয়ালন্দ : রাজবাড়ীর গোয়ালন্দে সি এস এস স্থপতি রেভারেন্ড পল মুন্সী মহোদয় এর স্মরণে ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার সকাল ১০ টার দিকে গোয়ালন্দ সরকারি কামরুল ইসলাম ডিগ্রী কলেজের হল রুমে দুস্থ ও অসহায় শতাধিক মা ও শিশু বাচ্ছদের ফ্রী মেডিকেল এর মাধ্যমে চিকিৎসা সেবা প্রদান করা হয়।

ফ্রী মেডিকেল ক্যাম্পের শুভ সূচনা করেন, গোয়ালন্দ পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র মো. নজরুল ইসলাম মন্ডল, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জোনাল ম্যানেজার এম এফপি গৌর চন্দ্র পাল, রাজবাড়ী জোন, গোয়ালন্দ সরকারি কামরুল ইসলাম ডিগ্রী কলেজের ( ভারপ্রাপ্ত) অধ্যক্ষ আ. হালিম তালুকদার, রিজিওনাল ম্যানেজার শ্রীবাস চন্দ্র বিশ্বাস, ব্রাঞ্চ ম্যানেজার বাসুদেব দত্ত, বাশারুল ইসলাম, আই টি অফিসার মফিজুর রহমান ও গোয়ালন্দ ব্রাঞ্চের সকল কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন, এসময় ফ্রী মেডিকেল ক্যম্পের সেবা প্রদান করেন, ডা. শাবনাজ সুলতানা, এম বিবি এস (ঢাকা) সিএমইউ, ডি এম ইউ( সিমুট) আশিয়ান মেডিকেল কলেজ ঢাকা, উক্ত ক্যাম্পে সেবা গ্রহণ করেন, গোয়ালন্দ উপজেলার অসহায় দুস্থ ও সুবিধা বঞ্চিত জনগন।

(এইচ/এসপি/মে ২৭, ২০২২)