রাবি প্রতিনিধি : শিবির সন্দেহে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধর করার অভিযোগ পাওয়া গেছে।

শনিবার রাত সাড়ে ১২টার দিকে আহত শিক্ষার্থী ওয়ালিউল্লাহকে বিশ্ববিদ্যালয়ের মাদার বখশ হল থেকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

তিনি বিশ্ববিদ্যালয়ের প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী।

রাবি ছাত্রলীগ সভাপতি মিজানুর রহামান রানা বলেন, ‘হলে মারধরের বিষয়টি আমি শুনিনি। খোঁজ নিয়ে দেখি কি হয়েছে।’

মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বলেন, ‘হলে এক ছাত্রকে মারধরের খবর পেয়ে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করেছে। পরে তাকে চিকিৎসাকেন্দ্রে ভর্তি করা হয়েছে।’

নাম প্রকাশ না করার শর্তে হলের কয়েকজন আবাসিক শিক্ষার্থীরা জানান, ওয়ালিউল্লাহ ওই হলের ২১১ নম্বর কক্ষের আবাসিক শিক্ষার্থী। রাত সাড়ে ১১টার দিকে তিনি বন্ধুদের সঙ্গে ১০৫ নম্বর কক্ষে অবস্থান করছিলেন। এ সময় বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের আপ্যায়ন বিষয়ক সম্পাদক অনিক সাহার নেতৃত্বে ৭-৮ জন ছাত্রলীগকর্মী তাকে মারধর করেন।

(এইচআর/এপ্রিল ২৭, ২০১৪)