আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : “মা ও শিশুর জীবন বাঁচাতে, স্বাস্থ্য কেন্দ্রে হবে যেতে” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বরিশালের আগৈলঝাড়ায় নিরাপদ মাতৃত্ব দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে র‌্যালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বখতিয়ার আল মামুনের সভাপতিত্বে তার কক্ষে নিরাপদ মাতৃত্ব দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন আবাসিক মেডিকেল অফিসার ডা. মামুন মোল্লা, ডা. আলামিন হোসেন, ডা. শিশির কুমার গাইন, ডা. নাজমুল হোসাইন, ডা. গোলাম মোর্শেদ সজীব। এসময় উপস্থিত অন্যান্য চিকিৎসকগন ছাড়াও প্রধান অফিস সহকারী মিজানুর রহমান সিকদার, স্যানেটারী ইন্সেপেক্টর সুকলাল সিকদার, পরিসংখ্যান শহিদুল ইসলাম প্রমুখ।

সভায় বক্তারা বলেন, মাত ৃমৃত্যুর হার কমাতে হলে নারী শিক্ষার হার বাড়াতে হবে এবং বাল্যবিবাহ বন্ধ করতে হবে।

(টিবি/এসপি/মে ২৮, ২০২২)