আন্তর্জাতিক ডেস্ক : জাপানে নতুন করে অগ্ন্যুৎপাতের আশংকায় গ্যাস মাস্ক পরিহিত উদ্ধারকর্মীরা বাধ্য হয়ে মঙ্গলবার জাপানের একটি পর্বত থেকে লাশ উদ্ধার তৎপরতা বন্ধ করে দিয়েছে।

আগ্নেয়গিরি বিশেষজ্ঞরা সতর্ক করে দিয়ে বলেছেন, তিন হাজার ৬৭ মিটার উচ্চতা বিশিষ্ট মাউন্ট ওন্তেক আগ্নেয়গিরিতে আবারো ব্যাপক বিস্ফোরণের সম্ভাবনা রয়েছে।

সেখানে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ঘটনায় কমপক্ষে ৩৬ জনের প্রাণহানি ঘটার কথা জানা গেছে। এদের মধ্যে ২৪ জনের লাশ এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। এ ঘটনায় প্রায় ৬০ জন আহত হয়।

নাগানো আঞ্চলিক সরকারের সংকট ব্যবস্থাপনা বিষয়ক এক কর্মকর্তা বলেন,‘উদ্ধার অভিযান স্থানীয় সময় সকাল ৬টা ২০ মিনিটে শুরু করা হলেও আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলে সৃষ্ট ভূকম্পনের কারণে স্থানীয় সময় সকাল ৭ টা ৫ মিনিটে তা আবার স্থগিত করা হয়।

নাগানো অঞ্চলের পুলিশ মুখপাত্র জানান, সেখানে পরিস্থিতির উন্নতি হওয়া মাত্র উদ্ধার অভিযান আবারো শুরু করতে কর্মকর্তারা প্রস্তুত রয়েছেন।

উল্লেখ্য, মঙ্গলবারের উদ্ধার তৎপরতায় ৮শ’র বেশি দমকল কর্মী, পুলিশ ও সৈন্য যুক্ত রয়েছে।

(ওএস/অ/সেপ্টেম্বর ৩০, ২০১৪)