ইমরান হোসাইন, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের শিয়ালকোলে ৭১ এ গণহত্যা নিহতদের শহিদের মর্যাদা ও ভূমিহীন গৃহহীন শহিদ পরিবার এবং একাত্তরে ক্ষতিগ্রস্ত পরিবারকে পূনর্বাসনের দাবিতে মানববন্ধন করা হয়। 

মঙ্গলবার সকালে শিয়ালকোল বাজারে সিরাজগঞ্জ গণহত্যা অনুসন্ধান কমিটির আয়োজন মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সিরাজগঞ্জের গণহত্যা অনুসন্ধান কমিটির সংগঠক শহিদুল আলম মেম্বারের সভাপতিত্বে মানববন্ধনে বক্তৃতা রাখেন, সিরাজগঞ্জের গণহত্যা অনুসন্ধান কমিটির আহ্বায়ক বীর মু্ক্তিযোদ্ধা সাইফুল ইসলাম, বীর মু্ক্তিযোদ্ধা আশরাফুল ইসলাম জগলু চৌধুরী, বাসদের কেন্দ্রীয় নেতা নব কুমার কর্মকার, আব্দুল হাই শেখ, বীর মু্ক্তিযোদ্ধা আব্দুল মালেক খন্দকার, বীর মু্ক্তিযোদ্ধা হোসেন আলী শেখ, স্বপন সরকার, আবুল কালাম আজাদ, আরমান আলী, বনি আমিন, ইসমাইল হোসেন, মোঃ রুবেল, জামালউদ্দিন শেখ, নুরু প্রামাণিক, আকবর আলী শেখ, বিমল কুমার রবিদাস, আনোয়ারা খাতুন, মৌ গুপ্তা, সোহাগি রবিদাস, মীরারাণী রবিদাস, হানিফ প্রামাণিক, আব্দুল ওয়াহাব বুড়া, শামসুল হক মণ্ডল, দিলীপ কুমার সূত্রধর, লিটন সূত্রধর প্রমুখ।

সভায় বক্তারা অবিলম্বে শহিদ গৃহহীন পরিবার এবং একাত্তরে ক্ষতিগ্রস্ত পরিবারকে পূনর্বাসনের দাবি মেনে নেওয়ার এবং ২০১০ সালে ভূমিহীন পরিবারকে দান জমি বুঝিয়ে দেওয়ারও আহ্বান জানান।

মানববন্ধনে বিপুল সংখ্যক ভূমিহীন নারীপুরুষ, শহিদ পরিবার ও মু্ক্তিযোদ্ধা পরিবারের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

(আই/এসপি/মে ৩১, ২০২২)