লোহাগড়া প্রতিনিধি : নড়াইলের লোহাগড়া উপজেলার তেলকাড়া গ্রামে আধিপত্য বিস্তার করাকে কেন্দ্র করে একজন আওয়ামীলীগ নেতা খুন হয়েছে। সোমবার (৩০ মে) রাত আনুমানিক সাড়ে ১০ টার  দিকে উপজেলার তেলকাড়া গ্রামের পশ্চিমপাড়ায় এ খুনের ঘটনা ঘটে। নিহতের লাশ উদ্ধার করে মঙ্গলবার সকালে ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

নিহত আওয়ামীলীগ নেতা নিজাম শেখ (৫২) ওই গ্রামের মৃত বাদশা শেখের ছেলে। তিনি ১০ নং কোটাকোল ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক এবং ৬ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে , তেলকাড়া গ্রামে আদিপত্য বিস্তারকে কেন্দ্র করে ওই গ্রামটি দুগ্রুপে বিভক্ত। এক গ্রুপের নেতৃত্ব দেন নান্নু মেম্বার এবং অপর গ্রুপের নেতৃত্ব দিয়ে আসছিলেন নিহত নিজাম শেখ। নিহত নিজাম শেখ গ্রাম্য রাজনীতির পাশাপাশি বড়দিয়া বাজারে ব্যবসা-বানিজ্য করে আসছিলেন। সোমবার রাত ১০ টার দিকে ওই গ্রামের সাখায়েতের চায়ের দোকান থেকে নিজ বাড়িতে ফেরার পথে আবুয়ালের বাড়ির পাশে পৌঁছালে পূর্ব থেকে ওৎ পেতে থাকা একদল দূর্বৃর্ত্ত ধারালো অস্ত্র দিয়ে তার পা ও হাত কুপিয়ে শরীর থেকে বিচ্ছিন্ন করে পালিয়ে যায়। তার চিৎকারে এলাকাবাসী ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাকে উদ্ধার করে দ্রুত কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে নিজাম শেখ মৃত্যুর কোলে ঢলে পড়ে।

কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক সুজয় রায় বলেন, ‘হাসতাপালে আনার পূর্বেই নিজাম শেখের মৃত্যূ হয়েছে। তিনি আরো বলেন, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে, অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যূ হয়েছে। তাকে ধারলো অস্ত্র দিয়ে কুপিয়ে পা ও হাত শরীর খেকে বিচ্ছিন্ন করা হয়েছে । এ ছাড়া তার শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন স্পষ্ট।

লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ আবু হেনা মিলন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বর্র্তমান ওই গ্রামে অতিরিক্ত পুলিম মোতায়েন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে নড়াইলের পুলিশ সুপার প্রবীর কুমার রায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন। হত্যাকান্ডের সাথে জড়িতদের গ্রেফতারের জন্য অভিযান শুরু হয়েছে বলে ওসি জানান।

(আরএম/এসপি/মে ৩১, ২০২২)