নিউজ ডেস্ক : বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) স্নাতক প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার আবেদনের সময়সীমা বৃদ্ধি করেছে ভর্তি পরীক্ষা কমিটি।

মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ এবং প্রকাশনা দপ্তর থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০১৫ শিক্ষাবর্ষের স্নাতক ভর্তি পরীক্ষার ফরম পূরণের সময় ৩০ সেপ্টেম্বর থেকে বাড়িয়ে ১৬ অক্টোবর করা হয়েছে। যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে ২৩ অক্টোবর। ছবি আপলোড ও প্রবেশপত্র ডাউনলোডের সময় ২৪ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত।

এবার বিশ্ববিদ্যালয়ের ৬টি অনুষদের বিপরীতে মোট ১২শ জন শিক্ষার্থী ভর্তির সুযোগ পাবে। ২০১৫ শিক্ষাবর্ষে ভর্তির জন্য আবেদনকারী শিক্ষার্থীকে বিজ্ঞান বিভাগে ২০১১ অথবা ২০১২ সালে এসএসসি/সমমান এবং ২০১৩ অথবা ২০১৪ সালে এইচএসসি/ সমমান পরীক্ষায় ৪র্থ বিষয় বাদে ন্যূনতম মোট জিপিএ ৭.০০ থাকতে হবে।

এসএসসি এবং এইচএসসি বা সমমানের পরীক্ষায় পদার্থবিদ্যা, রসায়ন, গণিত, জীববিদ্যা ও ইংরেজি বিষয়সমূহের প্রত্যেকটিতে আলাদাভাবে ন্যূনতম জিপি ২.০ থাকতে হবে। এমসিকিউ ভর্তি পরীক্ষায় পদার্থ, রসায়ন, জীবজ্ঞিান ও গণিত বিষয় থেকে ২৫টি করে মোট ১শটি এমসিকিউ প্রশ্নের উত্তর দিতে হবে।

ভর্তি পরীক্ষা সংক্রান্ত অন্যান্য তথ্যাবলি বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েব সাইটে (www.bau.edu.bd) পাওয়া যাবে।

(ওএস/অ/সেপ্টেম্বর ৩০, ২০১৪)