সোহেল সানী, পার্বতীপুর : বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের ৫০ বছর সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে দিনাজপুরের পার্বতীপুরের বড়পুকুরিয়া কয়লাভিত্তিক ৫২৫ মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্রে পায়রা উড়িয়ে দিনটি উদযাপন করা হয়। 

আজ মঙ্গলবার সকাল ১১টায় বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান ফটকের সামনে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের ৫০ বছর সুবর্ণজয়ন্তী উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করে। এ সময় কর্মকর্তা-কর্মচারীদের মাঝে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সরবরাহকৃত নতুন পোষাক পরিধান ও মিষ্টি বিতরণ করা হয়।

আলোচনা সভায় বক্তব্য রাখেন, বড়পুুকুরিয়া কয়লাভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী এস. এম. ওয়াজেদ আলী সরদার, ব্যবস্থাপক (সংরক্ষণ/ম্যানেজার ৩য় ইউনিট) আব্দুল্লাহ্্ আল মাহমুদ, ব্যবস্থাপক (সংরক্ষন/১-২ ইউনিট) আলমগীর মাহফুজুর রহমান, ব্যবস্থাপক (অপারেশন ১ ও ২ ইউনিট) কৃষ্ণপদ সরকার, নির্বাহী প্রকৌশলী (সিভিল) হাসান জামান ও নির্বাহী প্রকৌশলী (বয়লার) মোঃ কামরুজ্জামান। ৫০ বছরের পথচলার সুবর্ণজয়ন্তী উদযাপন অনুষ্ঠানে অংশ নেন তাপবিদ্যুৎ কেন্দ্রের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও চীনা প্রকৌশলীরা।

(এস/এসপি/মে ৩১, ২০২২)