মাজহারুল হক, মাগুরা : ভেজাল সার ও কীটনাশকের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে মাগুরায় এক কর্মশালা অনুষ্ঠিত হয়। 

কর্মশালায় বক্তারা বলেন, ভেজাল সার ও কীটনাশক বন্ধে শুধু আইন নয়, জনসচেতনতা সৃ্িষ্টও বড় প্রয়োজন ভেজাল সার ও কীটনাশক শুধু কৃষি নয় মানব দেহ ও জীব বৈচিত্রের জন্যেও হুমকি।

সিনজেনটা বাংলাদেশ লিমিটেড আয়োজিত এ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন কৃষি বিভাগের উপপরিচালক ডক্টর হায়াৎ মাহমুদ সিনজেনটা ইফনিট অফিসার আল মবিনের পরিচালনায় অনুষ্ঠিত কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন সিকিউরিটি ম্যানেজার জামাল হোসেন কর্মশালায় ৩০ জন সার ও কীটনাশক ব্যবসায়ী অংশ নেয়।

(এম/এসপি/মে ৩১, ২০২২)