শরীয়তপুর প্রতিনিধি : শরীয়তপুরের ডোমসার জগৎচন্দ্র ইনষ্টিটিউশন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষকে অফিস কক্ষে ঢুকে লাঞ্চিত করেছে একই কলেজের  একাদশ ও দ্বাদশ শ্রেণীর ছাত্র ও বহিরাগতরা। এ সময় অধ্যক্ষকে রক্ষা করতে গিয়ে আরো ৩ জন আহত হয়েছে বলে জানা গেছে। 

স্থানীয় সূত্রে জানা যায়, শরীয়তপুর জেলার সদর উপজেলার ডোমসার জগৎচন্দ্র ইনষ্টিটিউশন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ আবদুল খালেক সোমবার প্রতিদিনের ন্যায় অফিস কক্ষে বসে কাজ করছিলেন। বেলা অনুমান ১১ টায় একই কলেজের একাদশ ও দাদ্বশ শ্রেণীর ছাত্র আল আমিন, আ রব ফকির, হাফিজুর রহমান, সৈকত মাদবর কতিপয় বহিরাগতদের নিয়ে বিনানুমতিতে অফিস কক্ষে ঢুকে অধ্যক্ষ করিবাজ আবদুল খালেককে বেদম মারপিট করে। এ সময় তাকে রক্ষা করকে এগিয়ে গেলে হিসাব বিজ্ঞান বিভাগের প্রভাষক ঈমাম হোসেন, ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক অসীম কুমার পোদ্দার সহ ৩ জন গুরুতর আহত হয়। আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। এ সময় ছাত্ররা বেশ কিছু গুরুত্ব পূর্ণ কাগজ পত্র ও আসবাব পত্র ব্যাপক ভাংচুর করেছে।

এ ব্যাপারে ডোমসার জগৎচন্দ্র ইনষ্টিটিউশন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ কবিরাজ আবদুল খালেক বলেন, হামলাকারী শিক্ষার্থীরা বহিরাগতদের সাথে নিয়ে স্কুল এন্ড কলেজের ছাত্রীদেরকে প্রায়ই উত্তক্ত করতো। এ ব্যাপারে আমি তাদের বুঝানোর চেষ্টা করে ব্যর্থ হই। তারা বার বার মেয়েদের উত্যক্ত করায় আমি এক সময় তাদের সুপথে আসার পরামর্শ দেই। এতে ক্ষিপ্ত হয়ে উশৃংখল ছাত্ররা আমার উপর হামলা করেছে। আমি এর দৃষ্টান্ত মূলক শাস্তি চাই।

এ ব্যাপারে পালং মডেল থানার ভার প্রাপ্তকর্মকর্তা মনিরুল ইসলাম খান বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

(কেএনআই/এএস/সেপ্টেম্বর ৩০, ২০১৪)