পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি : বরগুনার পাথরঘাটায় উপজেলা স্বাস্থ্য অফিসের অভিযানে বন্ধ করে দেয়া হল ৮ অনিবন্ধিত ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার।

দেশে অনিবন্ধিত হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধের অংশ হিসেবে এখানকার ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার গুলোতেও অভিযান চালানো হয়। মঙ্গলবার দুপুরে স্থানীয় প্রশাসনের সহায়তায় পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: সাইফুল হাসান এসব অনিবন্ধিত ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করে দেন।

অনিবন্ধিত ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলো হলো পাথরঘাটা হাসপাতাল গেটের সামনের ইসলামীয়া ডায়াগনস্টিক সেন্টার, হাসপাতাল সড়কের নূর ডায়াগনস্টিক সেন্টার ও মনিরা ইয়াসমিন ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার এবং থানা সড়কের জহুরা খাতুন মাতৃমঙ্গল ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার। এছাড়াও চরদুয়ানী বাজারের দোয়েল ডায়াগনস্টিক সেন্টার, কাকচিড়া বাজারের সার্জিকেয়ার ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, জহুরা ডায়াগনস্টিক সেন্টার ও এলাহী সদর হাসপাতাল।

অভিযানের সত্যতা নিশ্চিত করে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাইফুল ইসলাম বলেন, পাথরঘাটায় ৮টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার অনিবন্ধিত থাকায় প্রথমে সেগুলোকে লিখিতভাবে বন্ধ করার জন্য বলা হয়েছে।
অনিবন্ধিত এবং অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার গুলোর বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে।

(এটি/এএস/মে ৩১, ২০২২)