রংপুর প্রতিনিধি : গত ৫ জানুয়ারির নির্বাচনে ভোট কেন্দ্রে হামলা, সড়ক মহাসড়কের গাছ কর্তন, পুলিশের কাজে বাধা দেয়াসহ বিভিন্ন অভিযোগে দুই ওয়ারেন্টভ’ক্ত আসামিসহ ৬০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত জেলার কাউনিয়া, পীরগাছা, গঙ্গাচড়া, তারাগঞ্জ, বদরগঞ্জ, মিঠাপুকুর, পীরগঞ্জ ও রংপুর সদর উপজেলা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তার দুই শিবিরকর্মী ছাড়া বাকি ৬০ জন মাদক ব্যবসায়ী, ছিনতাইকারী, ডাকাত, ফেরারি আসামি।

রংপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী জানান, সোমবার রাতে মিঠাপুকুর থানা পুলিশের সহযোগিতার দুই শিবিরকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের নামে ৫ জানুয়ারির নির্বাচনে পুলিশ ও ভোট কেন্দ্রে হামলা, রাস্তার গাছ কর্তন ও যানবাহন চলাচলে বাধা সৃষ্টিসহ একাধিক মামলা রয়েছে।

রংপুরের সহকারী পুলিশ সুপার হুমায়ুন কবীর জানান, গ্রেপ্তার শিবিরকর্মীদের জিজ্ঞাসাবাদ শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

(ওএস/অ/সেপ্টেম্বর ৩০, ২০১৪)