এটিএম রাশেদুল ইসলাম, বগুড়া : বগুড়ায় ট্রেন ও মাইক্রোবাসের সংঘর্ষে যমজ শিশুর একজনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় আহত অপর শিশুসহ তিনজন বগুড়া শজিমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বুধবার (১ জুন) বেলা সাড়ে এগারোটায় নবজাতক যমজ শিশুকে নিয়ে বাড়ি ফেরার পথে উপজেলার সাবগ্রাম আকাশতারা এলাকার রেলগেটে এ ঘটনা ঘটে। নিহত শিশুর নাম মারদিয়া। আহতরা হলেন- দিয়ার বাবা মিন্টু মিয়া, মা মারুফা ইসলাম রিয়া ও আরেক শিশু।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে এগারোটায় ঢাকা থেকে আসা মাইক্রোবাসটি বগুড়া সদরের আকাশতারা রেলগেট পার হওয়ার সময় লালমনিরহাট থেকে সান্তাহারগামী টুয়েন্টি ডাউন এক্সপ্রেস ট্রেনের সঙ্গে সংঘর্ষ হয়।
এসময় স্থানীয়রা আহতদের উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতালে পাঠালে সেখানে১৫ দিন বয়সী যমজ শিশুর একজন মারদিয়া'র মৃত্যু হয়।

নিহত শিশুর মা মারুফা ইসলাম রিয়া জানান, তার দুই শিশু এবং পরিবারের সবাই মিলে ঢাকার মহাখালী থেকে বগুড়ায় মায়ের বাড়িতে যাবার সময় এই দুর্ঘটনা ঘটে।

রেলগেটে কোন পয়েন্টম্যান বা গেটম্যান না থাকায় এর আগেও দুর্ঘটনা ঘটার অভিযোগ করেছেন স্থানীয়রা। বগুড়া রেলস্টেশন ফাঁড়ির ইনচার্জ এসআই আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

(এআর/এসপি/জুন ০১, ২০২২)