স্পোর্টস ডেস্ক : লাউতারো মার্টিনেজ ও অ্যাঞ্জেল ডি মারিয়ার গোলে শিরোপা তখন প্রায় নিশ্চিত। ম্যাচের নির্ধারিত ৯০ মিনিট শেষে শুরু হয়েছে অতিরিক্ত সময়ের খেলা। প্রথম মিনিটে জিওভান্নি লো সেলসোর জায়গায় বদলি হিসেবে পাওলো দিবালাকে নামান আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি।

সুপার সাব হিসেবে নামা দিবালা এই অল্প সময়ের সুযোগ কাজে লাগাতে কোনো ভুল করেননি। মাঠে নামার মাত্র আড়াই মিনিটেই জালের ঠিকানা খুঁজে নেন দিবালা। মাঝমাঠে অধিনায়ক মেসিকে পাস দিয়ে ওপরে উঠে যান দিবালা। সাবলীল ড্রিবলিংয়ে ডি-বক্সের মুখে চলে যান মেসি।

তবে ডি-বক্সে ঢোকা আগেই বলের নিয়ন্ত্রণ হারান আর্জেন্টিনার অধিনায়ক। ক্ষতি হতে দেননি দিবালা। সঙ্গে সঙ্গে বলটি ধরেই বাম পায়ের নিখুঁত শটে ইতালিয়ান গোলরক্ষক জিয়ানলুইজি ডনারুম্মাকে পরাস্ত করেন এ তরুণ ফরোয়ার্ড।

মেসির অ্যাসিস্ট থেকে দিবালার গোলেই ৩-০ ব্যবধানে ফাইনালিসিমা জিতেছে আর্জেন্টিনা। তবে ম্যাচ শেষে নিজের ভবিষ্যত নিয়ে খানিক শঙ্কিতই দেখা গেলো দিবালাকে। সাম্প্রতিক সময়ে জাতীয় দলে আসা-যাওয়ার মধ্যে রয়েছেন তিনি। তাই এখনও নিশ্চিত নন, আদৌ বিশ্বকাপ দলে তিনি থাকবেন কি না।

ফাইনালিসিমা শেষে ইএসপিএনকে দিবালা বলেছেন, ‘আমার মনে হচ্ছে না বিশ্বকাপ দলে থাকবো। এখনও অনেক কিছু বাকি, অনেক কাজ করতে হবে। আর্জেন্টিনা দুর্দান্ত দল, প্রতিটি পজিশনে অসাধারণ সব খেলোয়াড় রয়েছে।’

তাই এখন থেকে বিশ্বকাপের আগপর্যন্ত কঠোর পরিশ্রমের প্রত্যয় জানিয়ে তিনি আরও বলেন, ‘আর্জেন্টিনা দলে থাকা মোটেও সহজ নয়। এখন বিশ্বকাপের আগপর্যন্ত নিজের সেরাটা দিয়ে যাবো আমি।’

উল্লেখ্য, আগামী ২১ নভেম্বর শুরু হবে কাতার বিশ্বকাপ। পরের দিন সৌদি আরবের মুখোমুখি হবে আর্জেন্টিনা। এরপর ২৬ নভেম্বর মেক্সিকো ও ৩০ নভেম্বর পোল্যান্ডের বিপক্ষে গ্রুপপর্বে নিজেদের শেষ ম্যাচ খেলবে আলবিসেলেস্তেরা।

(ওএস/এসপি/জুন ০২, ২০২২)