মাগুরা প্রতিনিধি : মাগুরার মহম্মদপুরে বেসরকারি টিভি চ্যানেল-২৪ এর নিউজ বিভাগের সিনিয়র ভিডিও এডিটর শফিকুল ইসলাম তুফানকে চাঁদার দাবিতে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষের লোকজন।

মঙ্গলবার দুপুরে উপজেলা সদরের জাঙ্গালীয়া গ্রামে এ ঘটনা ঘটে।

আহত তুফানকে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে, উন্নত চিকিৎসার জন্য তাকে মাগুরা সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। তুফানের বাবা আবুল বাশার বাঁশি জানান, দীর্ঘদিন ধরে তার সঙ্গে প্রতিবেশী মৃত মোমিন দফাদারের ছেলে রকিব মুসল্লির বিরোধ চলে আসছিল। তিনি ও তার স্ত্রী ঢাকায় ছেলের কাছে থাকেন। গত কয়েকদিন আগে তিনি ঈদ করতে বাড়িতে আসেন।

সোমবার সকালে রকিব মুসল্লির লোকজন তার কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেন। এ নিয়ে রকিবের সঙ্গে তার কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে রকিব ও তার লোকজন তাকে এবং তার স্ত্রীকে মারধর করে। এ ব্যাপারে তিনি মহম্মদপুর থানায় একটি সাধারণ ডাইরী (জিডি) করেন।

থানায় জিডি করায় প্রতিপক্ষ গ্রুপটি ক্ষিপ্ত হয়ে ওঠে। এদিকে, বাবাকে মারধরের খবর শুনে মঙ্গলবার দুপুরে চ্যানেল-২৪ এর শফিকুল ইসলাম তুফান বাড়িতে এলে রকিব, মুরাদ, ওমর, আবেদসহ একটি সন্ত্রাসী গ্রুপ তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়িভাবে কুপিয়ে জখম করে। হামলাকারীদের ধারালো অস্ত্রের কোপে তুফানের মাথা, কপাল, চোখ ও কানের নিচে গুরুতর জখম হয়েছে।

মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মতিয়ার রহমান জানান, বিষয়টি আমি শুনেছি। হামলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

(ওএস/অ/সেপ্টেম্বর ৩০, ২০১৪)