ইমরান হোসাইন, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের চৌহালী উপজেলার যমুনা নদী  ভাঙ্গন এলাকা পরিদর্শন করেন পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাহিদ ফারুক।

আজ বৃহস্পতিবার (২ জুন) দুপুরে উপজেলা বাঘুটিয়া ইউনিয়নের চরনাকালিয়া থেকে চরসলিমাবাদ ভুতের মোড় পর্যন্ত স্পিড বোর্ড এর মাধ্যমে ভাঙ্গন এলাকা পরিদর্শন করেন তিনি ।

পরিদর্শনকালে ভাঙ্গনকবলিত মানুষের খোঁজ খবর নেন। তিনি বলেন, বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ যেখানে নদী আছে সেখানে ভাঙ্গন আছে। নদী ভাঙ্গন নিয়ে বর্তমান সরকার খুবই আন্তরিক। পর্যায়ক্রমে সারাদেশের নদী ভাঙ্গন স্থায়ী বেরিবাঁধ এর আওতায় আসবে, আগামী বর্ষার আগেই চৌহালীর দক্ষিণ অঞ্চল স্থায়ী বেরিবাঁধ এর আওতায় আসবে। এছাড়াও বাঘুটিয়া ইউনিয়নের চরসলিমাবাদ এলাকার তিনটি শিক্ষা প্রতিষ্ঠান সহ বসতভিটা রক্ষার্থে সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ড কে জরুরী ভিত্তিতে জিও ব্যাগ ডাম্পিং এর নির্দেশ দিয়ে যান।

এসময় পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত মহা পরিচালক হাবিবুর রহমান, প্রধান প্রকৌশলী মতিন সরকার, বগুড়া সার্কেলের তত্ত্বাবধায়ক(প.ও.র) মোঃ শাহাজান সিরাজ, সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ শফিকুল ইসলাম, উপ বিভাগীয় প্রকৌশলী মোঃ মিলটন হোসেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক হোসেন সরকার, বাঘুটিয়া ইউপি চেয়ারম্যান মোঃ আবুল কালাম মোল্লা, নাগরপুরের সলিমাবাদ ইউপি চেয়ারম্যান শাহিদুর ইসলাম অপু সহ ভাঙ্গন কবলিত এলাকার জনসাধারণ উপস্থিত ছিলেন।

(আই/এসপি/জুন ০২, ২০২২)