নিউজ ডেস্ক : ‘হৃদয়ে বাংলাদেশ’ স্লোগান নিয়ে ১৯৯৯ সালের ১ অক্টোবর বেসরকারি চ্যানেল 'চ্যানেল আই' যাত্রা শুরু হয়। সে হিসাবে ১ অক্টোবর ১৫ পেরিয়ে ১৬ বছরে পা রাখছে চ্যানেলটি।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চ্যানেল আই দুই দিনের বিশেষ অনুষ্ঠান প্রচার করছে। ২৯ সেপ্টেম্বর রাত থেকে এই অনুষ্ঠানগুলোর প্রচার শুরু হয়েছে।

জন্মদিনের কেক কাটা হবে ১ অক্টোবর রাত ১২টা ১মিনিটে। ওইদিন চ্যানেল আই প্রাঙ্গণে দিনব্যাপী চলবে মিলনমেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। ‘তারুণ্যের ষোল’ নামের এ অনুষ্ঠানটি শুরু হবে সকালে, চলবে সন্ধ্যা পর্যন্ত। শুভেচ্ছা জানাতে আসবেন খ্যাতিমান ব্যক্তিত্ব ও বিভিন্ন অঙ্গনের তারকারা।

দিনব্যাপী উন্মুক্ত মঞ্চে চলবে নাচ, গান, আবৃত্তি সহ বিভিন্ন আয়োজন। সবাইকে নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হবে সন্ধ্যা ৭টায়। রাত ৭টা ৫০ মিনিটে প্রচার হবে নাটক ‘আনন্দ বেদনার কাব্য’। এটি পরিচালনা করেছেন মেহের আফরোজ শাওন।

(ওএস/অ/সেপ্টেম্বর ৩০, ২০১৪)