মো. ইমাম উদ্দিন সুমন, নোয়াখালী : নোয়াখালীর সুবর্ণচর উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ লর্ড লিওনার্ড চেশায়ার উচ্চ বিদ্যালয়ে সিনিয়র শিক্ষক আব্দুল হালিম স্যারের অবসরজনিত অশ্রুসিক্ত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

৪ জুন (শনিবার) সকাল ১০ টায় অনুষ্ঠানের আয়োজন করে লর্ড লিওনার্ড চেশায়ার উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রী পরিষদ।

বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ও প্রাক্তন ছাত্র পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি এডভোকেট কাউছার আলম ভূইয়ার সঞ্চালনায় এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিকাশ কান্তি দেবনাথ এর সভাপতিত্বে অনু্ষ্ঠান প্রধান অতিথি ছিলেন, সুবর্ণচর উপজেলা চেয়ারম্যান এএইচএম খায়রুল আনম চৌধুরী সেলিম, প্রধান বক্তা চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. কামাল উদ্দিন, বিশেষ অতিথি ছিলেন, চট্র মেট্রো পিবিআই পুলিশ পরিদর্শক (প্রশাসন) আবু জাফর মোহাম্মদ ওমর ফারক, সুবর্ণচর উপজেলা ভাইস চেয়ারম্যান ফরহাদ হোসেন চৌধুরী বাহার, মহিলা ভাইস চেয়ারম্যান সালমা সু্লতানা চৌধুরী, ফেনী গালর্স ক্যাডেট কলেজের সহকারি অধ্যাপক মিজান বিন মজিদ, চরক্লার্ক চেয়ারম্যান এডভোকেট আবুল বাসার, কবিরহাট সরকারি কলেজের প্রভাষক সফিকুল সাজু, চরক্লার্ক সাবেক চেয়ারম্যান মোঃ দিদারুল আলম সাহাব উদ্দিন, চরক্লার্ক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছানা উল্যাহ বি.কম, চরক্লার্ক বিশিষ্ঠ সমাজ সেবক মোঃ হানিফ, বশির আহমদ, এনামুল হক, বিদ্যালয়ের শিক্ষক আব্দুল কাইয়ুমসহ অনেকে।

অনুষ্ঠানে সার্বিক তত্বাবধানে ছিলেন, প্রাক্তন ছাত্রছাত্রী পরিষদের সাবেক সভাপতি মো. মামুন ইসলাম, বর্তমান আহবায়ক মোঃ জরিফ হোসেন আপন, সমন্বয়ক আবু্ল হাশেম রাসেল, সদস্য সচিব আক্রাম হোসেন সুমন, সদস্য মো. জহিরুল ইসলাম, নুর করিম, নুর মোহাম্মদ বাবলু, মো. নেছার উদ্দিন, রাকিব হোসেন, সবুজ, ইয়াছিন আরাফাত রক্সি, মোহাম্মদ উল্যাহ, নাজিম উদ্দিন, জাকের আহমদ, আব্দুল কাদের, আবুল কাশেম, মো. সজলসহ প্রাক্তন ছাত্রছাত্রী পরিষদের নেতৃবৃন্দ।

বক্তারা বিদায়ী শিক্ষক আব্দুল হালিমের দীর্ঘ কর্মজীবন নিয়ে স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন।

(এস/এসপি/জুন ০৪, ২০২২)