আদমদীঘি প্রতিনিধি : বিশ্বব্যাপী পরিবেশ বিপর্যয় ও প্রাকৃতিক দুর্যোগ থেকে প্রকৃতিকে রক্ষায় বগুড়ার আদমদীঘির সান্তাহার সরকারি কলেজে বৃক্ষরোপন কর্মসূচি পালন করা হয়েছে। 

সোমবার সকালে বগুড়া জেলা ছাত্রলীগ নেতা আল মাহিদুল ইসলাম জয়ের নেতৃত্বে কলেজ ক্যাম্পাসে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সান্তাহার সরকারি কলেজের অধ্যক্ষ ছায়ফুল ইসলাম জোয়ারদার, উপাধ্যক্ষ ডক্টর আবদুল ওহাব, উপজেলা ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ আল মামুন রিটন, তানভী রহমান তনু, কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি শাহিন হোসেন শুভ, সাংগঠনিক সম্পাদক রাদিত রহমান ইরাম, ছাত্রলীগ নেতা জীম, জীবন, সুমন, মাহিম,আশিক, পাপ্পু, পিথু, হাবীব, মিরাজ, রসি, অপূর্ব, শাকিব, মেহেদী, নাঈম, ফায়সাল, সজীব, শুভ, নাঈম ও রাব্বী প্রমূখ।

জেলা ছাত্রলীগ নেতা আল মাহিদুল ইসলাম জয়ের বলেন, ছাত্রলীগ শুধু ছাত্র সংগঠনই নয়, এটা একটি মানবিক সংগঠন। বন্যা কিংবা ঝড়,সবসময় মানুষের দুর্দিনে পাশে দাঁড়ায় ছাত্রলীগের নেতাকর্মী। বিপন্ন পরিবেশ রক্ষায় আমাদের সবুজের বনায়ন গড়ে তুলতে হবে। সরকারীভাবে গাছ লাগানোর পাশাপাশি ছাত্রলীগ নেতাকর্মীরা রাস্তার পাশে, বাড়ির আঙ্গিনায়, স্কুল-কলেজ চত্বরসহ আশপাশ এলাকায় বৃক্ষরোপণ করছে। এরই ধারাবাহিকতায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সোমবার সকালে সান্তাহার সরকারি কলেজ ক্যাম্পাসে বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ বৃক্ষ রোপন করা হয়েছে।

(এস/এসপি/জুন ০৬, ২০২২)