মিঠুন গোস্বামী, রাজবাড়ী : মুজিববর্ষে প্রধানমন্ত্রী কর্তৃক ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের অংশ হিসেবে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নে ২টি ঘর নির্মাণের কাজের উদ্বোধন করা হয়েছে।

সোমবার (৬ জুন) সকালে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাসরিন সুলতানা ও নারুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহুরুল ইসলাম কাজের উদ্ভোদন করেন। এ সময় স্থানীয় ইউপি সদস্য গৃহহীন হাজেরা খাতুন ও মুকুল শেখ উপস্তিত ছিলেন।

গৃহহীন হাজেরা খাতুন বলেন, আমার স্বামীর মৃত্যুর পর থেকে একটি ভাংচুরা ঘরে বসবাস করে আসছি। তবে বর্তমান চেয়ারম্যানের সহযোগিতায় শেখ হাসিনার ঘর পাচ্ছি।

গৃহহীন মুকুল শেখ বলেন, গড়াই নদীর ভাঙনে আমার ঘর চলে গেছে। আজ শেখ হাসিনার উপহারের ঘরের কাজ শুরু হয়েছে। এবার মাথা গোজার ঠাই হলো।

নারুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহুরুল ইসলাম বলেন, আমি চেয়ারম্যান হবার পর থেকে ইউনিয়নের অসহায় গৃহহীনদের জন্য প্রধানমন্ত্রীর উপহারের ঘর তৈরি করে দিচ্ছি স্বচ্ছতার সাথে। যারা এখনো পাইনি তাদেরও পর্যায় ক্রমে ঘর করে দেওয়া হবে।

(এমজি/এসপি/জুন ০৬, ২০২২)