ইমরান হোসাইন, সিরাজগঞ্জ : সীতাকুণ্ডে বিস্ফোরণে নিহত ও আহত শ্রমিকদের ক্ষতিপূরণ ও সু-চিকিৎসার দাবিতে সিরাজগঞ্জে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৬ জুন) বিকালে সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট সিরাজগঞ্জ জেলা শাখার উদ্যোগ ছোনগাছা বহুলী আঞ্চলিক সড়কে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন,বাসদ সিরাজগঞ্জ জেলা শাখার আহ্বায়ক কমরেড নব কুমার কর্মকার, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট সিরাজগঞ্জ জেলা শাখার সদস্য আব্দুল কুদ্দুস, ইব্রাহিম সেখ, ও কৃষক ফ্রন্টের নেতা রফিকুল ইসলাম প্রমুখ।

মানববন্ধনে বক্তরা বলেন, সরকারের দায়িত্ব প্রাপ্ত কারখানা পরিদর্শকদের অবহেলা মালিকদের আইন না মেনে শুধুই মুনাফা অর্জনে ব্যাস্ত থাকায় বিভিন্ন কারখানায় শত শত শ্রমিক নিহত আহত হচ্ছে। এই ঘটনা গুলো কোন ভাবেই দুর্ঘটনা নয়, এ গুলো অবশ্যই হত্যাকান্ড। নেতৃবৃন্দ সীতাকুন্ড অগ্নিকাণ্ডে নিহত শ্রমিক পরিবার গুলোকে ৪০লক্ষ টাকা করে ক্ষতিপূরণ এবং আহত শ্রমিকদের উপযুক্ত চিকিৎসা সহ ৫ লক্ষ টাকা করে ক্ষতিপূরণের দাবি জানান । সেই সঙ্গে কারখানা মালিক সহ কারখানায় দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তাদের শাস্তি দাবি করেন।

(আই/এসপি/জুন ০৬, ২০২২)