গাজীপুর প্রতিনিধি : ঢাকা- টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের কোণাবাড়ি থেকে কালিয়াকৈর উপজেলার খাড়াজোড়া পর্যন্ত ১৬ কিলোমিটার সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছে যাত্রীরা।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, ওই ১৬ কিলোমিটার মহাসড়কের পাশে ৩টি কোরবানীর পশুর হাট রয়েছে। উত্তরবঙ্গ থেকে আসা পশুবাহী ট্রাকগুলো কাল বিকেল থেকে জোরপূর্বক কিছু দুর্বৃত্ত থামিয়ে এসব হাটে পশু নামাতে বাধ্য করে। সেই থেকে যানজটের সূত্রপাত হয়।

কোণাবাড়ি থানার ওসি শাহরিয়ার আলম জানান, রাতভর মহাসড়কের যানজটে আটকে পড়ে যাত্রীরা রয়েছে ভোগান্তিতে।

গাজীপুর জেলার পুলিশ সুপার হারুন অর রশীদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মহাসড়কে যানজট নিরসনে পুলিশি তৎপরতা একেবারেই কম থাকায় যানজট দীর্ঘস্থায়ী হয়েছে।

(ওএস/এইচআর/অক্টোবর ০১, ২০১৪)