কেশবপুর প্রতিনিধি : কেশবপুর সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে সোমবার দুপুরে বিজ্ঞান ও প্রযুক্তি ক্লাবের উদ্বোধন করা হয়েছে। বিদ্যালয়ের অধ্যক্ষ মো. আছাদুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বিজ্ঞান ও প্রযুক্তি ক্লাবের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম আরাফাত হোসেন। 

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কামরুজ্জামান জাহাঙ্গীর, বিজ্ঞান ও প্রযুক্তি ক্লাবের উপদেষ্টা অধ্যাপক মশিউর রহমান, সভাপতি শহিদুল আলম, সাধারণ সম্পাদক প্রভাষক জামশেদ আলী, কোষাধ্যক্ষ মাহবুবুর রহমান টুলু, প্রভাষক আসাদুজ্জামান, সদস্য প্রভাষক সেলিনা খাতুন, রেজাউল ইসলাম, আবুল হাসান, উত্তম কুমার দাস, দিলরুবা সুলতানা, রুকনুজ্জামান, আব্দুস সাত্তার, রমেশ চন্দ্র প্রমুখ। অনুষ্ঠানে বিজ্ঞান ক্লাবে ৫০ জন খুদে বিজ্ঞানীরা উপস্থিত ছিলেন। কেশবপুর উপজেলা প্রশাসনের বাস্তবায়নে এ বিজ্ঞান ক্লাবটি বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অর্থায়নে পরিচালিত হবে।

(এসএ/এসপি/জুন ০৬, ২০২২)