মাদারীপুর সংবাদদাতা : আসন্ন ঈদুল আযহাকে সামনে রেখে কাওড়াকান্দি ঘাটে আটকা পড়েছে শত শত পণ্যবাহী ট্রাক।

এ কারণে বুধবার সকাল থেকে ঢাকা-খুলনা মহাসড়কের মাদারীপুরের কাওড়াকান্দি ঘাটে ৩ লাইনে পণ্যবাহী ট্রাকের দীর্ঘ সারি দেখা গেছে। এ ছাড়া মাইক্রোবাস, পিকআপসহ আরও শতাধিক গাড়ি ঘাটে পারাপারের অপেক্ষায় রয়েছে। তবে লঞ্চ ও স্পিডবোট চলাচল স্বাভাবিক রয়েছে।

বিআইডব্লিউটিসি’র কাওড়াকান্দি ঘাটের ব্যবস্থাপক সালাম হোসেন জানান, মাওয়া-কাওড়াকান্দি নৌরুটে ১৭টি ফেরির মধ্যে ১৬টি ফেরি চলাচল করছে। এরমধ্যে রো রো ফেরি তিনটি, কে-টাইপ চারটি, ডাম্প ছয়টি ও ভিআইপি তিনটি ফেরি দিয়ে বাস ও পণ্যবাহী ট্রাক পারাপার করা হচ্ছে। পারাপারের অপেক্ষায় থাকা পণ্যবাহী ট্রাক্রের চাপ বৃহস্পতিবার সকাল নাগাদ কিছুটা কমতে পারে।

(ওএস/এইচআর/অক্টোবর ০১, ২০১৪)