চট্টগ্রাম প্রতিনিধি : ধর্ম কখনো রাজনীতি ও অর্থনীতির বন্ধন হতে পারে না বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।

বুধবার দুপুরে চট্টগ্রাম ড্রাইডকে দুইটি কনটেইনার জাহাজ নির্মাণ কাজের উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এব কথা বলেন।

শিল্পমন্ত্রীবলেন, "আমরা ধর্মপরায়ণ। ধর্মান্ধে বিশ্বাসী নই। কারণ ধর্মান্ধতা বিপদ ডেকে আনে।"

আমু বলেন, "আমরা সব ধর্মে শ্রদ্ধাশীল। যার যার ধর্ম সে স্বাধীনভাবে পালন করবে। মহানবী(সা.) বিদায় হজের ভাষণে সে কথা বলেছিলেন।"

তিনি বলেন, "বিএনপি নেতৃত্বাধীন জোট সরকার বাংলাদেশকে আফগানিস্তান ও পাকিস্তান বানানোর চেষ্টা করেছিল। কিন্তু ধর্ম নিয়ে রাজনীতি হতে পারে না। ধর্ম পবিত্র আমানত। ধর্ম কখনো রাজনীতি ও অর্থনীতির বন্ধন হতে পারে না। ধর্মান্ধতার দিকে যাতে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে।"

(ওএস/এএস/অক্টোবর ০১, ২০১৪)