স্টাফ রিপোর্টার : ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তিমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীর আপত্তিকর মন্তব্যের প্রতিবাদ জানিয়েছে ২০ দলীয় জোট। এছাড়া তাকে অবিলম্বে গ্রেফতার, সরকার ও দলের সকল পদ থেকে অপসারণ এবং কঠোর শাস্তি দাবি করা হয়েছে।

বুধবার নয়াপল্টনে বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এ দাবি করেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মির্জা ফখরুল ইসলাম বলেন, লতিফ সিদ্দিকীর ধর্ম বিরোধী বক্তব্যের বিরোধীতা করে দলের স্থায়ী কমিটির বৈঠকে তীব্র ঘৃণা প্রকাশ করা হয়েছে। তার এ বক্তব্য কোটি কোটি মানুষের মনে চরম আঘাত হেনেছে। এ মন্তব্যের মাধ্যমে আওয়ামী লীগের প্রকৃত চেহারা প্রকাশ পেয়েছে। তাই তাকে অবিলম্বে অপসারণ করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানাচ্ছি।

তিনি আরও বলেন, সরকার বিএনপি’র নেতাকর্মীদের ওপর গ্রেফতার ও মামলার হার বাড়িয়ে দিতে প্রশাসনকে নির্দেশ দিয়েছে। এছাড়া তারা বিচারকাজে হস্তক্ষেপ করছে। সম্প্রতি মহানগর জামায়াতে ইসলামীর নায়েবে আমির আব্দুল হালিম এবং ছাত্রদল নেতা হাবিবসহ সকল নেতাদের মুক্তি ও তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি।

ফখরুল বলেন, সারাদেশের মানুষ গ্রহণযোগ্য একটি নির্বাচন চান। যদি তারা দেশে নির্বাচন না দেয় তবে গণ আন্দোলনের মাধ্যমে তাদের পদত্যাগ করতে বাধ্য করা হবে এবং দেশে জনগণের সরকার প্রতিষ্ঠা করা হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- বিএনপি’র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী, জাপার (কাজী জাফর) মহাসচিব মোস্তফা জামান হায়দার, ড. রেদওয়ান আহমেদ, জাগপার মহাসচিব লুৎফুর রহমান, ডেমোক্রেটিক লীগের মহাসচিব সাইফুদ্দিন মণি, জামাতের কর্মপরিষদ সদস্য ড. রেদওয়ান উল্লাহ সাইদী প্রমুখ।

(ওএস/এএস/অক্টোবর ০১, ২০১৪)