মিলাদ হোসেন অপু, ভৈরব : কিশোরগঞ্জের ভৈরবে মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, গরিবের ডাক্তার খ্যাত বিশিষ্ট শিক্ষানুরাগী ও রাজনীতিবিদ, কাকলি খেলাঘর আসরের প্রতিষ্ঠাকালীন উপদেষ্টা ডা. নলিনী রঞ্জন দাস এর স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৪টায় ভৈরব প্রেসক্লাব মিলনায়তনে কাকলি খেলাঘর আসর আয়োজনে এই স্মরণ সভা অনুষ্ঠিত হয়।

স্মরণ সভায় কাকলি খেলাঘর আসর ভৈরব উপদেষ্টা অধ্যাপক শরীফ আহমেদ এর সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভৈরব পৌরসভার সাবেক মেয়র বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফখরুল আলম আক্কাছ, কিশোরগঞ্জ জেলা পরিষদ সাবেক প্যানেল চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মির্জা সোলায়মান, চিকিৎসক ডা. ইন্দ্রজিৎ চন্দ্র দাস, ভৈরব হাজী আসমত কলেজ সাবেক অধ্যক্ষ আ ক মোবারক আলী, শিক্ষাবিদ অধ্যাপক ফজলুর রহমান, ভৈরব প্রেসক্লাব সাধারণ সম্পাদক এসএম বাকী বিল্লাহ, হাজী আমসত স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আহাম্মদ আলী, শিক্ষাবিদ শরীফ হোসেন, লেখক মো. শহিদুল্লাহ, টিভি জানার্লিস্ট এসোসিয়েশন সভাপতি আসাদুজ্জামান ফারুক, সাধারণ সম্পাদক মোস্তাফিজ আমিন, শিমুলকান্দি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আফিকুল ইসলাম হারিছ, শ্রীনগর উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মো. মুক্তার হোসেন, পল্লী চিকিৎসক ডা. সুধীর চন্দ্র দাস প্রমুখ।

এ সময় বক্তরা গরিবের ডাক্তার খ্যাত মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ডা. নলিনী রঞ্জন দাস এর স্মৃতিচারণ করে বলেন, স্বর্গীয় ডা. নলিনী রঞ্জন দাস তার কৃতকর্মে ভৈরববাসীর কাছে চির স্মরণীয় হয়ে থাকবেন। আমরা তার আত্মার শান্তি কামনা করি।

(এম/এসপি/জুন ০৭, ২০২২)