চট্টগ্রাম প্রতিনিধি : শিক্ষক বাসে হামলার ঘটনায় আদালতে স্বীকারোক্তিমুলক জবানবন্দি দেওয়া ৫শিবির কর্মীকে সাময়িক বহিস্কার করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের ৪৯৫তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বহিষ্কৃত শিবির কর্মীরা হলেন- বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র মো. আবদুল হালিম, ইসলামিক স্টাডিজ বিভাগের চতুর্থ বর্ষের মো. আমিন উদ্দিন ও ইব্রাহিম খলিল এবং তৃতীয় বর্ষের তৌহিদুল ইসলাম ও মো. ইউনুস।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আনোয়ারুল আজিম আরিফ বলেন, ‘‘সিন্ডিকেট সভায় শিক্ষক বাসে হামলার ঘটনায় আদালতে স্বীকারোক্তিমুলক জবানবন্দি দেওয়া পাঁচ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। তাদেরকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে তা জানতে চেয়ে নোটিশ দেওয়া হয়েছে।’

গত ১০ সেপ্টেম্বর হাটহাজারীর ছড়ার‍কুল এলাকায় বিশ্ববিদ্যালয়গামী শিক্ষকবাসে হামলা চালায় শিবির কর্মীরা। এতে শিক্ষকসহ ১৬জন আহত হন।

(ওএস/অ/অক্টোবর ন০১, ২০১৪)