সোহেল রানা, শেরপুর : থেমে থেমে বৃ‌ষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলে শেরপু‌রের ঝিনাইগাতী ‍উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।

বৃহস্প‌তিবার (৯ জুন) সকাল থেকে মহারশী নদীর পানি বৃদ্ধি পাওয়ায় উপজেলার সদর বাজার, উপজেলা পরিষদ চত্বর ও আশপাশের এলাকার নিম্নাঞ্চল প্লাবিত হয়।

এদিকে, মহারশী নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় সদর ইউনিয়নের অন্তত ছয়টি গ্রাম, সোমেশ্বরী নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় ধানশাইল ইউনিয়নের আরও ছয়টি গ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।

নদ-নদীর পানি বৃদ্ধি পাওয়ায় পার্শ্ববর্তী নালিতাবাড়ী উপজেলার ভোগাই নদীর তীরবর্তী এলাকাগুলোতে পানি প্রবেশ করতে শুরু করেছে।

ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক আল মাসুদ দৈনিক বাংলা ৭১' কে বলেন, সকাল থেকে পানি আসতে শুরু করেছে। উপজেলা পরিষদে পানি উঠায় কার্যক্রম ব্যাহত হচ্ছে। বৃষ্টি দীর্ঘস্থায়ী হলে ক্ষয়ক্ষতির পরিমাণ বাড়বে।

(এসআর/এএস/জুন ০৯, ২০২২)