শাহ্ আলম শাহী, দিনাজপুর : দিনাজপুরের চিরিরবন্দরে পৃথক সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত হয়েছে।

দিনাজপুর 'রংপুর মহাসড়কে চম্পাতলী নামক স্থানে ট্রাকের চাপায় পৃষ্ট হয়ে ৩ জন নিহত হয়। একই সড়কে পৃথক দুর্ঘটনায় নিহত হয় আরেক জন। বৃহস্পতিবার বিকেলে চিরিরবন্দর উপজেলার চম্পাতলী বাজারের সামনে এ দুর্ঘটনা ঘটে। এ সময় ঘাতক ড্রাম ট্রাকটিতে আটক করে উসুক জনতা আগুন লাগিয়ে দিয়ে। নিহতরা হলেন আমিন শাহ্ ও ভ্যান চালক সনু মিয়া । পরে স্থানীয়রা নিহত আমিন শাহ্'র স্ত্রী আমিনা আক্তার মেরিকে গুরত্বর আহত অবস্থায় উদ্ধার করে রংপুর মেডিকেল হাসপাতালে ভর্তি করালে চিকিৎসাধী অবস্থায় তিনিও মারা যায়।

একই সড়কে বিকাল ৩ টা ২০মিনিটে পিকাপের ধাক্কায় আব্দুস সবুর নামে একজন মোটর সাইকেল আরোহীর মৃত্যু হয়।

স্থানীয়রা জানায়, বাড়ি থেকে বের হয়ে ভ্যানযোগে রাণীরবন্দর বাজারের উদ্দেশ্যে বের হয়ে চম্পাতলী বাজারের সামনে এসে পৌচ্ছালে বিপরীত দিক থেকে আসা বালু ভর্তি একটি ড্রাম ট্রাক নিয়ন্ত্রয়ন হারিয়ে ভ্যানটিকে সজোড়ে ধাক্কা দিলে ট্রাকের চাকায় পৃষ্ট হয়ে ঘটনাস্থালে ২জনের মর্মান্তিক মৃত্যু হয়। নিহত আমিন শাহ্ স্ত্রী আমিনা আক্তার মেরিকে গুরত্বর আহত অবস্থায় উদ্ধার করে এলাকার লোকজন এবং ফায়ার সার্ভিসের কর্মীরা রংপুর মেডিকেল হাসপাতালে প্রেরন করেন। রংপুর হাসপাতালে চিকিৎসাধী অবস্থায় মারা যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন দিনাজপুর দশমাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এন এম মাসুদ।

(এসএএস/এএস/জুন ১০, ২০২২)