আদমদীঘি প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে অধিক লাভের আশায় অবৈধ গাঁজা গাছ চাষ করে ধরা পড়ল শহিদুল ইসলাম (৪২) নামের এক ব্যক্তি। রবিবার সকালে উপজেলার সান্তাহার পৌর শহরের লোকু পশ্চিম কলোনীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ‘খ’ সার্কেলের সদস্যরা অভিযান চালিয়ে তার বাড়ি থেকে একটি গাঁজার গাছ উদ্ধারসহ তাকে গ্রেপ্তার করে। পরে বিকেলে থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়।

জানা যায়, উপজেলার সান্তাহার লোকু পশ্চিম কলোনী মহল্লায় নিজ বাড়ির আঙিনায় ইটের প্রাচীর ঘেঁষে গাঁজা গাছের চাষ করছিলেন আসামী শহিদুল ইসলাম। গাপন সংবাদের ভিত্তিতে তার বাড়িতে অভিযান চালিয়ে বড় একটি গাঁজা গাছ উদ্ধারসহ তাকে গ্রেপ্তার করা হয়।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) জালাল উদ্দীন জানান, দায়েরকৃত মামলায় জেলহাজতে পাঠানো হয়েছে।

(এস/এসপি/জুন ১২, ২০২২)