আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : আগামী ১৮ অক্টোবর বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় প্রতিটি আসনের বিপরীতে ২৮জন শিক্ষার্থীকে প্রতিযোগীতা করতে হবে।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সাল মাহমুদ রুমি জানান, ৬টি অনুষদের ১৮টি বিভাগে ১ হাজার ২৭৪ জন শিক্ষার্থী ভর্তি করা হবে। ভর্তিচ্ছুক আবেদনকারী শিক্ষার্থী হচ্ছে ৩২ হাজার ২৯৩ জন। সে হিসেবে প্রতিটি আসনের বিপরীতে ২৮ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহন করবে। তিনি আরো জানান, এবছর বিশ্ববিদ্যালয়ে নতুন দুটি বিভাগে শিক্ষার্থী ভর্তি করা হচ্ছে। বিভাগ দুটি হচ্ছে পদার্থ বিজ্ঞান এবং জিওলজি অ্যান্ড মাইনিং।

(টিবি/এএস/অক্টোবর ০১, ২০১৪)