চপল রায়, ভোলা : ভারতের ক্ষমতাসীন দল বিজেপির দুই নেতা নুপুর শর্মা ও নবীন জিন্দাল কর্তৃক মহানবী হজরত মুহাম্মদ (সাঃ) ও মা আয়েশা(রাঃ) নিয়ে অবমাননাকর বক্তব্যের প্রতিবাদে ভোলার তজুমদ্দিনে হাজার হাজার ধর্মপ্রাণ মুসলমান সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে।

সোমবার সকাল ১০টায় ধর্মপ্রাণ মুসল্লীদের উদ্যোগে তজুমদ্দিন সরকারি কলেজ চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে তজুমদ্দিন বাজারের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিন করে। স্মরণকালের বিশাল এ বিক্ষোভ মিছিলে দলমত নির্বিশেষে উপজেলার সকল রাজনৈতিক দলের নেতাকর্মী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী সহ নানা শ্রেণী পেশার সহস্রাধিক মানুষ অংশ নেয়।

এ উপলক্ষ্যে তজুমদ্দিন সরকারি কলেজ মাঠে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি ফখরুল আলম জাহাঙ্গীর, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোশাররফ হোসেন দুলাল, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ফজলুল হক দেওয়ান, ভাইস চেয়ারম্যান মহিউদ্দিন পোদ্দার, ইউপি চেয়ারম্যান একেএম শহীদুল্লাহ্ কিরন, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মোস্তাফিজুর রহমান প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন অধ্যক্ষ হেলাল উদ্দিন সুমন, ইউপি চেয়ারম্যান মোঃ রাসেল, যুবলীগ সাধারণ সম্পাদক আব্দুর রহমান, তুহিন তালুকদার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ইশতিয়াক হাসান, সাধারণ সম্পাদক মিজান পোদ্দার, শ্রমিক লীগ নেতা জসিম আল মামুন, তজুমদ্দিন মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ সোহেল রানা সহ অনেকে। বক্তরা নুপুর শর্মা ও নবীন জিন্দালের দ্রুত শাস্তি নিশ্চিতকরণের জন্য ভারত সরকারের কাছে জোর দাবি জানান।

এছাড়া বক্তরা ভারতীয় সকল পণ্য সামগ্রী বয়কটের ঘোষনা দিয়ে এ ঘটনায় রাষ্ট্রীয়ভাবে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানোর জন্য বাংলাদেশ সরকারের কাছে জোর দাবি জানান।

(সিআর/এসপি/জুন ১৩, ২০২২)