শিমুল সাহা, লক্ষ্মীপুর : লক্ষ্মীপুর জেলার সদর উপজেলার মান্দারী ইউনিয়নের ১নং ওয়ার্ড নুর নবী মিয়ার বাড়ির ভিতর দিয়ে পথ নেওয়াকে কেন্দ্র করে স্থানীয় ইউপি সদস্য মাসুদ আলম মান্দারী ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তার বিরুদ্ধে মিথ্যা ও ষড়যন্ত্র মূলক মানববন্ধন করেন।

উর্দ্ধতন কর্তৃপক্ষের আদেশ মোতাবেক মান্দারী ইউনিয়ন ভূমি অফিসের উপ-সহকারী কর্মকর্তা মোঃ ইলিয়াস হোসেন ১নং ওয়ার্ড মোহাম্মদনগর মৌজার ১৪৪ ধারা মামলার তদন্তে ৩য় বারের মত ১২/১২/২০২১ ইং তারিখে তদন্ত প্রতিবেদন দাখিল করেন। ১ম পক্ষ বাদী দীর্ঘদিন তার মালিকানা ও দখল নিয়ে বসবাস করে আসছেন। মালিকানা বিরোধ নিয়ে ১ম পক্ষ নুর নবী মামলা করেন স্থানীয় ইউপি সদস্য মাসুদ আলমের বিরুদ্ধে। মাসুদ আলমের কোন মালিকানা দখল নাই এবং কখনো ছিল না। মাসুদ আলম ১ম পক্ষের বাড়ির ভিতর দিয়ে জোর পূর্বক রাস্তা বের করতে গেলে নুর নবী মামলা করেন। স্থানীয় তহসিলদার দখল অনুযায়ী এবং কোন অনিয়মের আশ্রয় না নিয়ে প্রতিবেদন দাখিল করেন। উক্ত প্রতিবেদনটি মাসুদ আলমের বিরুদ্ধে যাওয়ায় সে অন্যায় ভাবে তহসিলদারের বিরুদ্ধে মিথ্যা ও ষড়যন্ত্র মূলক মানববন্ধন করেন।

পূর্ববর্তী তহসিলদার জনাব প্রহলাদ মজুমদার উক্ত মামলার পর পর দুইবার প্রতিবেদন দাখিল করেন। দুই বারেই ১ম পক্ষ নুর নবীর পক্ষে প্রতিবেদন দাখিল করেন। পূনরায় প্রতিবেদন চাইলে বর্তমান তহসিলদার কাগজপত্র পর্যালোচনা করে পূর্বের ন্যায় প্রতিবেদন দাখিল করেন। নুর নবী ও তার ভাই মোঃ হোসেন জানায় দীর্ঘ ৩৫ বছর ধরে আমরা এ বাড়িতে বসবাস করে আসছি। ইউপি সদস্য মাসুদ আলম ব্যাক্তিগত সার্থে আমাদের বাড়ির উপর দিয়ে পথ নেওয়ার চেষ্টা করে। আমরা বাধা দিলে আমাদের হুমকি প্রধান করেন। নুর নবী ও মোঃ হোসেন জানায় ভাড়া করা লোক দিয়ে মিথ্যা ও ষড়যন্ত্র মূলক মানববন্ধন করেন ইউপি সদস্য মাসুদ আলম। আমরা এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই।

(এস/এসপি/জুন ১৩, ২০২২)