শেখ ইমন, শৈলকুপা : ঝিনাইদহের শৈলকুপায় সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের (এসডিএফ) রেজিলিয়েন্স এন্ট্রাপ্রেনিউরশীপ এ্যান্ড লাইভলীহুড ইমপ্রুভমেন্ট প্রকল্পের উপজেলা পর্যায়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অর্থ মন্ত্রনালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অর্থায়নে এবং উপজেলা প্রশাসনের সহযোগীতায় এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় অংশ গ্রহন করেন উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, উপজেলা পরিষদ, ইউপি চেয়রম্যানগণ, গণমাধ্যম কর্মী ও অন্যান্য অংশীজন।

সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমা লিজার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নিলুফা ইয়াছমিন ,বিশেষ অতিথি ছিলেন এসডিএফ জেলা কর্মকর্তা (যশোর) হেদায়েততুল্লাহ, উপজেলা ভাইস চেয়ারম্যান জহিদুন্নবি কালু, এসডিএফ ঝিনাইদহ জেলা ব্যাবস্থাপক কাজী হাসানুজ্জামান প্রমুখ । প্রকল্পের মাল্টিমিডিয়া প্রেজেন্টেশন করেন অসিম কুমা সাহা।

প্রসঙ্গত, এসডিএফ প্রশিক্ষণ সমিতি গঠন, সচেতনতা তৈরি সহ নানান উদ্যোগের মাধ্যমে উপজেলার ৬ টি ইউনিয়নের ৬০ টি গ্রামের তৃণমূলের গ্রামীণ দরিদ্র, অতিদরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে টেকসই প্রকল্প বাস্তবায়ন করবে।

(এসআই/এসপি/জুন ১৩, ২০২২)