মানিকগঞ্জ প্রতিনিধি : পবিত্র ঈদুল আজহা এবং শারদীয় দুর্গোৎসব উপলক্ষে মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়া ফেরিঘাট পরিদর্শন করেছেন নৌ পুলিশের ডিআইজি মনিরুজ্জামান।

বুধবার দুপুরে তিনি পাটুরিয়া ফেরিঘাট এলাকা পরির্দশন করেন।

এ সময় ডিআইজ বলেন, এ বছর থেকে আনুষ্ঠানিকভাবে নৌ-পুলিশ যাত্রা শুরু করেছে। পাটুরিয়ায় সাধারণ পুলিশের পাশাপাশি এবার নৌ-পুলিশের কার্যক্রম অব্যাহত থাকবে।

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে টহলের জন্যে নৌ-পুলিশের একটি কান্ট্রি বোর্ড ও দুটি স্পিডবোট সব সময় কাজ করে যাচ্ছে।

এছাড়া ফিটনেসবিহীন নৌযান, অতিরিক্ত যাত্রী হয়ে লঞ্চে উঠা এবং জীবন রক্ষাকারী সরঞ্জাম ছাড়া নৌ-রুটে চলাচলকারী নৌযানগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেবে নৌ-পুলিশ।

তিনি আরো বলেন, পাটুরিয়া ফেরিঘাট এলাকায় ২ জন উপপরিদর্শক (এসআই), ২ জন সহকারী উপপরির্শক (এএসআই) এবং ১৮ জন কনস্টেবল নৌ-পুলিশের দায়িত্ব স্থায়ীভাবে পালন করে যাবে।

এছাড়া ঈদ ও দুর্গাপূজায় নদী পারাপার হওয়া যাত্রীদের দুর্ভোগ লাঘবের জন্যে অতিরিক্ত একজন এসএসপি, একজন ওসি, দুজন এসআই এবং ৫ জন এএসআই নিযুক্ত করা হয়েছে ওই নৌ-পুলিশ দলে।

ডিআইজির ঘাট পরির্দশনের সময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত নৌ পুলিশ সুপার সানা সামিনুর রহমান, জেলা পুলিশ সুপার বিধান ত্রিপুরা, শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান।

(ওএস/অ/অক্টোবর ০১, ২০১৪)