হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের নবীগঞ্জের গুজাখাই গ্রামের একটি সংঘর্ষের ঘটনায় ভূয়া বাদি হওয়ার ঘটনায় আইনজীবী সহকারীকে প্রতারণা মামলায় গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার বিকেলে আদালতে চার্জশিট গ্রহণের সময় রফিকুল ইসলাম বাহার ভূয়া বাদি হওয়ার ঘটনায় ম্যাজিস্ট্রেট নিজেই বাদি হয়ে প্রতারণা মামলা দায়ের করেন।

জানা যায়, গত ২০ জুলাই উপজেলার গুজাখাইর গ্রামে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে গ্রামের তাছিম উল্লাহ বাদি হয়ে মামলা দায়ের করেন। মঙ্গলবার বিকেলে ওই মামলার চার্জশিট গ্রহণের সময় মামলার বাদি তাছিম উল্লাহ অনুপস্থিত ছিলেন। এদিকে মামলার বাদি ও বিবাদি পক্ষের লোকদের অনুপস্থিতিতে এডভোকেট মোঃ আব্দুল্লাহ’র সহকারী রফিকুল ইসলাম বাহার ভূয়া বাদি সেজে এজলাসে উঠেন। এ সময় বাদি পক্ষের আইনজীবী অলিউর রহমান খবর পেয়ে এজলাস কক্ষে এসে আদালতকে জানান, তিনি এ ঘটনা সম্পর্কে কিছুই জানেন না।

এ সময় বিচারক রশিদ আহমেদ মিলন প্রতারক বাহারকে গ্রেফতারের নির্দেশ দেন। পরবর্তীতে তাকে কারাগারে প্রেরণ করা হয়।

(পিডিএস/এএস/অক্টোবর ০১, ২০১৪)