ইন্দ্রজিৎ কুমার সাহা, কালিয়াকৈর : গাজীপুরের কালিয়াকৈরে উপজেলার চন্দ্রা ত্রিমোর এলাকায় চন্দ্রা থেকে ২ ঢাকা টাঙ্গাইল মহাসড়কের দুই পাশের ২ কিলোমিটার নন্দন পার্ক এলাকা পর্যন্ত দুই পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালিয়েছে গাজীপুর সড়ক ও জনপদ বিভাগ।

মঙ্গলবার সকালে ১০ টার দিকে শুরু হয়েছে দিনব্যাপী এই উচ্ছেদ অভিযান উপস্থিত ছিলেন ঢাকা জোনের নির্বাহী কর্মকর্তা মোঃ কামরুজ্জামান খান, গাজীপুর সওজের উপবিভাগীয় প্রকৌশলী কর্মকর্তা ছাইফুল ইসলাম, উপসহকারী প্রকৌশলী কর্মকর্তা রাসেদ হাসান সহ প্রশাসিক কর্মকর্তারা।

এসময় ঢাকা টাঙ্গাইল মহাসড়কের দুই পাশের প্রায় তিন শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এদিকে চন্দ্রাস্থ ফুটপাত দখল করে গড়ে উঠা ছোট ছোট দোকান স্থাপনা গুলো উচ্ছেদ করা হয়।

সেখানকার সোহেল মিয়া নামের ফুটপাত দোকানদার জানান ফুটপাতে দোকান করে পরিবারের সবাই কে নিয়ে ভালোই ছিলাম এখন দোকান তো ভেঙ্গে ফেলেছে এখন আমরা কি খেয়ে বাচঁবো। আর তাছারা দৈনিক যদি ১০০০ টাকা বিক্রি করি তাহলে ৩০০ টাকা দিতে হয় দোকানের চাঁদা।

আরেক দোকানদার ইউসুফ মিয়া বলেন ৬ জন সদস্যোর পরিবার আমার এই ফুটপাতে দোকান করেই চলতো।এখন তো আর পারবো না আর তাছারা প্রত্যেকদিন এই দোকানের ২৭০ টাকা চাঁদা দিতে হতো।না দিলে তো দোকান করতে পারতাম না।

এ বিষয়ে ঢাকা জোনের নির্বাহী কর্মকর্তা কামরুজ্জামান খান জানান মহামান্য হাইকোর্টের নির্দেশ অনুযায়ী সওজের সড়কের ১০ ফিটের মধ্যে কোন প্রকার স্থাপনা থাকবেনা। তাই দুই পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

(আই/এসপি/জুন ১৪, ২০২২)