সমরেন্দ্র বিশ্বশর্মা, কেন্দুয়া : বাংলাদেশ আওয়ামীলীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক ও নেত্রকোণা- ৩ আসনের এমপি অসীম কুমার উকিল বলেছেন, নারীকে ঘরে আবদ্ধ রেখে দেশের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়। পুরুষ শাসিত সমাজে নারীর ক্ষমতায়নে সকলকে আন্তরিকতার সঙ্গে এগিয়ে আসতে হবে। স্কুল কলেজে ছাত্রীরা রাস্তা ঘাটে যাতে ইভটিজিংয়ের শিকার না হয় সেজন্য সকলকে সচেতন হতে হবে। 

অসীম কুমার উকিল আরো বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরেই উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চাই। দেশের মানুষের কল্যানে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি বিশেষ উদ্ভাবনী উদ্যোগকে সঠিক ভাবে কাজে লাগানোর জন্য মঙ্গলবার দুপুরে কেন্দুয়ায় এক প্রশিক্ষন কর্মশালার উদ্বোধন উপলক্ষ্যে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ইউএনও মাহমুদা বেগমের সভাপতিত্বে এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ নূরুল ইসলাম, পৌরসভার মেয়র মোঃ আসাদুল হক ভূঞা, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল কাদির ভূঞা, ভাইস চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন ভূঞা, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা বেগম সুমি, ওসি মোঃ আলী হোসেন পি.পি. এম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক সমরেন্দ্র বিশ্বশর্মা, মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার মোঃ বজলুর রহমান, রিপোর্টার্স ক্লাবের সাবেক সাধারন সম্পাদক মোঃ জিয়াউর রহমান জীবন সহ বিভিন্ন ইউপি চেয়ারম্যান ও বিভাগীয় কর্মকর্তা এবং সুশিল সমাজের প্রতিনিধিগণ।

(এসবি/এসপি/জুন ১৪, ২০২২)