নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার মেঘনা নদী থেকে মাছ ও নৌকাসহ ৩০ জেলেকে অপহরণ করেছে জলদস্যুরা। বুধবার ভোরে ঠেঙ্গার চরের সন্নিকটে এই অপহরণের ঘটনা ঘটে।

হাতিয়া মৎস্য ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি হেলাল উদ্দিন জানান, মেঘনা ও বঙ্গোপসাগরে মাছ ধরে চেয়ারম্যান ঘাটে ফিরে আসার সময় মঙ্গলবার রাতে ও বুধবার ভোরে লক্ষীপুরের রামগতির জলদস্যু ভুট্টু বাহিনী জেলেদের ওপর হামলা চালায়। এ সময় দস্যুরা মাছ ও নৌকা সহ ৩০ জেলেকে অপহরণ করে তাদের আস্তানায় নিয়ে যায়। অপহৃত জেলেদের বাড়ি হাতিয়া, সুবর্ণচর ও রামগতি উপজেলার বিভিন্ন এলাকায়।

অপহুতদের মধ্যে -হাতিয়ার মাঈন উদ্দিন বেপারীর নৌকার কালু মাঝি ও খোকন মাঝি, আমজাদ মাঝির নৌকার জিয়া উদ্দিন মাঝি, এনায়েত বেপারীর নৌকার আক্তার মাঝি, ফারুক বেপারীর নৌকার ছায়েদ মাঝি, নূরনবী বেপারীর নৌকার কেফায়েত মাঝি, মেঘনা ফিসারিং বোটের সুমন মাঝি, সুবর্ণচরের কাইউম বেপারীর নৌকার জাকের মাঝি, ফরিদ বেপারীর নৌকার জামাল মাঝি, এমলাক বেপারীর নৌকার রশিদ মাঝি ও রামগতির হেলাল বেপারীর নৌকার মাসুদ মাঝির পরিচয় জানা গেছে।

পুলিশ সুপার মো. ইলিয়াছ শরীফ জানান, হাতিয়া থানা পুলিশ ও কোস্টগার্ডের হাতিয়া সমন্বয়ে তাদের পৃথক টহল দল কাজ করছে।

(জেএইচবি/এএস/অক্টোবর ০১, ২০১৪)