কলাপাড়া প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়ার ধুলাসার ও লতাচাপলী ইউনিয়নে একাধিক ভোট কেন্দ্রে প্রভাব বিস্তারের চেষ্টার অভিযোগে ছয় বহিরাগত যুবককে আটক করেছে কেন্দ্রে দায়িত্বরত প্রশাসন। এ সময় আটক ছয় যুবককে ৪২ হাজার অর্থদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট।

লতাচাপলী ইউনিয়নের ২নং ভোট কেন্দ্র থেকে আটক করা হয় আজিজুল তালুকদার ও ছগির কে। তাদের দুইজনকে ১০ হাজার টাকা করে ২০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রট আবদুল কাইয়ুম।

ধুলাসার ইউনিয়নে নির্বাচন আচরণ বিধিমালা ২০১৬ এর বিধি ৩১(১) অনুযায়ী ভোট কেন্দ্র থেকে আটক আলমাসকে দুই হাজার, সাইদুর রহমানকে পাঁচ হাজার, ইলিয়াশকে ১০ হাজার ও তরিকুল ইসলামকে পাঁচ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেছেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট।

এই দুই ইউনিয়নে চেয়ারম্যান পদে ১০ জন প্রতিদ্বন্ধীতা করছেন। সকাল থোকে প্রচন্ড রোদ উপেক্ষা করে ইভিএম পদ্ধতিতে শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহন চলছে।

(এমকেআর/এসপি/জুন ১৫, ২০২২)