কেশবপুর প্রতিনিধি : যশোরের কেশবপুরে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের বাস্তবায়নে ৬ জন মৎস্য চাষীকে মাছের পোনাসহ বিভিন্ন উপকরণ দেওয়া হয়েছে। বুধবার সকালে ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্পের দ্বিতীয় পর্যায়ে তাদেরকে এসব দেওয়া হয়।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সজীব সাহার পরিচালনায় প্রধান অতিথি হিসেবে চাষীদের মাঝে উপকরণ বিতরণ করেন মৎস্য অধিদপ্তরের খুলনা বিভাগীয় উপপরিচালক তোফাজ উদ্দীন আহমেদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইসলাম, যশোর জেলা মৎস্য কর্মকর্তা ফিরোজ আহমেদ ও উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা এম এম আলমগীর কবীর। মাছ চাষীদেরকে পৃথক শিং, রুই, পাবদা, গুলশার পোনা ও গলদা চিংড়ির জুভেনাইলসহ খৈল, চুন, সার এবং সাইনবোর্ড দেওয়া হয়েছে।

(এসএ/এসপি/জুন ১৫, ২০২২)