অরিত্র কুণ্ডু, ঝিনাইদহ : প্রায় একযুগ পর ঝিনাইদহ সদর উপজেলার পাগলাকানাই ও সুরাট ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বুধবার উৎসবমুখর পরিবেশে এই প্রথম জেলার দুইটি ইউনিয়নে ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ হয়েছে। বেসরকারিভাবে পাগলাকানাইতে স্বতন্ত্র প্রার্থী মোটরসাইকেল প্রতীকের আবু সাঈদ বিশ্বাস ও সুরাটে স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতীকের আশরাফুল ইসলাম বিজয়ী হয়েছেন । বুধবার সকাল ৮টা থেকে ৪টা পর্যন্ত ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ করা হয়। কোন অঘটন ছাড়াই শান্তিপূর্ণভাবেই শেষ হয়েছে ভোটগ্রহণ। তবে ইভিএমের কারণে ভোটগ্রহণে ধীরগতির অভিযোগ ছিল ভোটারদের। এতে করে ভোট উৎসবে কিছুটা ভাটা পড়ে। দুই ইউনিয়নে ১৯টি কেন্দ্রে ভোট গ্রহন করা হয়। এরমধ্যে সুরাট ইউনিয়নে ৯টি ও পাগলাকানাই ইউনিয়নে ১০টি কেন্দ্র স্থাপন করা হয়।

উল্লেখ্য সুরাটের বর্তমান চেয়ারম্যান কেবি জোয়ারদার ও পাগলাকানাই ইউনিয়নে আতাউর রহমান আতা নৌকা প্রতিক নিয়ে প্রতিদ্বন্দিতা করেন। তাদের প্রতিদ্বন্দি প্রার্থীরাও আওয়ামীলীগের বিভিন্ন পদে অধিষ্ঠিত ছিলেন। কিন্তু বিদ্রোহী প্রার্থী হওয়ায় তাদের দল থেকে বহিস্কার করা হয়। এদিকে দল থেকে বহিস্কার করা হলেও দলের কতিপয় নেতা কর্মী নৌকার পক্ষে প্রচার প্রচারণা না চালিয়ে বিদ্রোহী প্রার্থীদের পক্ষে ভোট করেন বলে অভিযোগ। এতে করে নৌকার ভরাডুকি ঘটলে দলীয় নেতাদের কারণেই ঘটবে বলে প্রার্থীরা অভিযোগ করেন।

নির্বাচনের রিটার্নিং অফিসার জুয়েল আহমেদ বলেন, কোন প্রকার অপ্রতিকর ঘটনা ছাড়াই সকাল আট থেকে বিকাল চারটা পর্যন্ত ভোট গ্রহণ। দুটি ইউনিয়নেই নারী ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতন। ভোটাররা স্বতস্ফূর্তভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পেরেছেন।

(একে/এএস/১৫ জুন, ২০২২)