মো. ইমাম উদ্দিন সুমন, নোয়াখালী : বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে নোয়াখালী কবিরহাট উপজেলা যুবলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত।

বিক্ষোভ মিছিলটি ১৫ জুন বুধবার বিকেল ৫টার সময় কবিরহাট বাজারের বিভিন্ন সড়ক প্রদর্শনী করে বঙ্গবন্ধু চত্বরে এসে শেষ হয়, পরে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

কবিরহাট উপজেলা যুবমীলীগের সহ সভাপতি মাইঞ্জুরুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের আহবায়ক কমিটির সদস্য ডা. এ কে এম জাফর উল্যা, কবিরহাট উপজেলা আওয়ামীলীগের যুগ্ন-সাধারণ সম্পাদক জেরাউল হক শাহীন, কবিরহাট পৌরসভার সবেক পৌর মেয়র আলবক্স তাহের টিটু, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান রতন প্রমুখ।

এতে উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ, সেচ্ছাসেবকলীগ সহ সকল সহযোগী সংঘঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিএনপি কর্তৃক হত্যার হুমকির তীব্র নিন্দা জানিয়ে বলেন, ৭৫ এ বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যা করা হয়। বিএনপি ও ছাত্রদল আবারও ৭৫ এর ঘটনা ঘটানোর পায়তারা করতেছেন। রাজাকার দেশ বিরোধী ষড়যন্ত্রকারীদের রুখতে হবে। দোষীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জোর দাবি জানান তারা।

বক্তারা আরো বলেন, অতি দ্রুত যেনো কবিরহাটে সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি করে আগামী জাতীয় নির্বাচনে জয় লাভের পথ সহজ করেন।

সব শেষ সামনের দিকে প্রধানমন্ত্রীকে নিয়ে কোন কটুক্তি বা হত্যার হুমকি দিলে যেনো সবাই নিজের জীবন বাজি রেখে শেখ হাসিনাকে রক্ষা করে সে জন্য আলবক্স তাহের টিটু সকলকে এক শপথ বাক্য পাঠ করান।

(আইউএস/এএস/১৫ জুন, ২০২২)