আন্তর্জাতিক ডেস্ক : তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠীর বিরুদ্ধে লড়াইয়ের জন্য যেকোনো সামরিক সহায়তার প্রস্তাবকে স্বাগত জানিয়েছে লেবানন সরকার। দেশটির পররাষ্ট্রমন্ত্রী জেবরান বাসিল বলেছেন, অস্ত্র মোটে না পাওয়ার চেয়ে দেরিতে পাওয়াও ভালো; বিশেষ করে যখন অনুদান হিসেবে পাওয়া যাচ্ছে।

তিনি আরো বলেন, “কোনো দ্বিধা-দ্বন্দ্ব ছাড়াই তিনি অস্ত্রের অনুদান গ্রহণের বিষয়টি অনুমোদন করবেন।”

ইরানের জাতীয় সর্বোচ্চ নিরাপত্তা পরিষদের সচিব আলী শামখানি মঙ্গলবার লেবাননের রাজধানী বৈরুতে বলেছেন, তাকফিরি সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য তার দেশ লেবাবনের সামিরক বাহিনীকে অস্ত্র দেবে। এর একদিন পর লেবাননের পররাষ্ট্রমন্ত্রী অস্ত্র সহায়তা নেয়ার ঘোষণা দিলেন।

আলী শামখানি জানিয়েছেন, ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন দেহকানের আসন্ন লেবানন সফরের সময় এসব অস্ত্রের চালান হস্তান্তর করা হবে।

(ওএস/অ/অক্টোবর ০২, ২০১৪)